মোবাইলে পর্নো দেখেন, জেনে নিন যে ভয়াবহ বিপদে পড়তে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০১৬, ০৪:৩৩ পিএম

সোনালী নিউজ ডেস্ক

পকেটে পকেটে স্মার্টফোন, সঙ্গে তো ইন্টারনেট কানেকশন অবধারিতভাবে থাকবেই। ফেসবুকে ব্রাউজ করতে করতে এক ঘেঁয়ে হয়ে গেছে অনেকেই একটু ঢুঁ মেরে আসেন পর্নো সাইটগুলোতে। অনেকের আবার পর্নো দেখা একটা নিত্যকার অভ্যাসে পরিণত হয়ে যায়।

কিন্তু সাবধান মোবাইল ফোনে নিয়মিত পর্নো দেখার অভ্যাস বড় বিপদ ডেকে আনতে পারে।

স্মার্টফোন ব্যবহারকী যে অপারেটরের সিম ব্যবহার করে ইন্টারনেট ডেটা কিনেন সেই অপারেটর থেকে নিয়মিত সার্চ করা সমস্ত সাইট ট্র্যাক করা হয়। এটা করা হয় আসলে, ব্যবহারকারীর পছন্দ জানার জন্য। তাহলে তার ফোনে সেই ধরনের বিজ্ঞাপন প্রচার করেন তারা। এটা করা হয় ট্র্যাকিং অ্যাপসের মাধ্যমে।

কিন্তু অনেক সময়ই এই ট্র্যাকিং অ্যাপস ব্যবহারকারীর জন্যে বিপদ ডেকে আনতে পারে। বিভিন্ন ডেটিং সাইট যেমন অ্যাশলে মেডিসন সম্প্রতি হ্যাকড হয়ে যায়। এরফলে অনেকেরই ব্যক্তিগত তথ্য সবার সামনে চলে আসে। বিপদে পড়ে যায় পরকিয়ায় মজে থাকা বহু বিবাহিত মানুষ। এরকম আরো অনেক ব্যক্তিগত তথ্য ফাঁস অথবা চুরি হয়ে যেতে পারে।

এর হাত থেকে বাঁচার জন্য ব্যক্তিগত ব্রাউজিং এবং কুকিজ ফোন থেকে মুছে ফেলু। স্মার্টফোনে পর্নো সাইট দেখার অভ্যাস থাকলে দেখা শেষে হিস্টোরিতে গিয়ে সাইটের ‘ইউআরএল’ ঠিকানা মুছে দিন।

সোনালীনিউজ/এমএইউ