পানিতে ভেসে ওঠে পচা ডিম!

  • লাইফস্টাইল ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৯, ২০১৮, ০১:৪৫ পিএম

ঢাকা: ডিম ভালো না খারাপ তা বেশির ভাগ মানুষই বুঝতে পারেন না। দেখতে ভালো মনে হলেও অনেক সময় দেখা যায় ডিমের ভেতর পচা। ডিম না ফাটিয়েই বুঝা যায়, এটি পচা না ভালো। সহজেই কয়েকটি পরীক্ষা করে ডিমের ভালো-খারাপ নির্ণয় করা যায়।

ভালো ডিম চেনার উপায়:
* ডিম ভাল না পচা জানতে চান? খুব সহজে বুঝে নেওয়া সম্ভব। গামলা ভরতি পানির মধ্যে ডিমগুলো ডুবিয়ে দিন। যদি ডিমগুলো ডুবে থাকে তাহলে বুঝবেন যে সেগুলো ভাল। আর যদি ডিমগুলো ভেসে ওঠে, তো জানবেন সেগুলো পচা।

* কানের কাছে একটি একটি করে ডিম নিয়ে আলতো করে ঝাঁকান। যে ডিমগুলোর থেকে বেশি আওয়াজ আসবে, জানবেন সেগুলো পচা।

ব্যস, ছোট্ট এই পরীক্ষার মাধ্যমে আগেভাগেই চিনে নিন পচা ডিম। আর বাছাই করা ভাল ডিম দিয়ে অমলেট, সিদ্ধ, পোচ, কারি বা কষা…যা খুশি একটা নিশ্চিন্তে বানিয়ে ফেলুন।


সোনালীনিউজ/জেডআরসি/আকন