ঈদের ছুটি কয়দিন?

  • লাইফস্টাইল ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৭, ২০১৯, ১২:৫৪ পিএম

ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতরে এবার বড় ছুটির ফাঁদে পড়তে পারে দেশ। কিন্তু তাতে বাধ সাধছে শুধু একদিন ৩ জুন। এই একদিন ছুটি পেলেই টানা ৯ দিন লম্বা ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪ থেকে ৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা আছে।
রোজা ৩০টি হলে ঈদ হবে ৬ জুন, সেক্ষেত্রে ৭ জুনও ঈদের ছুটি থাকবে। ৫ জুন ঈদ হলে তিন দিনের ঈদের ছুটির সঙ্গে দুদিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪ থেকে ৮ জুন টানা পাঁচদিন ছুটি পাওয়া যাবে।
৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শবেকদরের ছুটি। এর পর ৩ জুন শুধু অফিস খোলা।
প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে এই একদিন ঘোষণা করা হলে টানা ৯ দিনের ছুটি মিলে যাবে সরকারি চাকরিজীবীদের। 
সাধারণত এ ধরনের পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীকে সংশ্লিষ্ট দিনে ছুটি ঘোষণার জন্য সারসংক্ষেপ পাঠায়। কখনো কখনো সেই সারসংক্ষেপ অনুমোদন হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেরে। আবার কখনো কখনো অনুমোদন না হয়েই ফেরে। কিন্তু জানা গেছে, এবার প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবই যায়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখার অতিরিক্ত সচিব মো. রইছ উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন,৩ জুন সোমবার ছুটি ঘোষণার কোনও সিগন্যাল পাইনি আমরা। তাই ছুটি ঘোষণার বিষয়ে কোনও অগ্রগতি নেই। 
তবে নির্বাহী আদেশে যদি ছুটি ঘোষণা করা নাও হয়, সেক্ষেত্রে একদিন ছুটি নিলেই টানা ৯ দিন কাটাতে পারবেন তারা। 

সোনালীনিউজ/বিএইচ