মৃত্যু তুমি থমকে যাও!

  • মো: গোলাম মোস্তফা (দুঃখু) | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০২:৩১ পিএম

কেন মৃত্যু আসে খবর নিয়ে।
আমার তো যাবার সময় হয়নি,
ধরিত্রীর মায়া ছেড়ে যেতে।
ভূ-খন্ডের মাটি বলে দাও,
তোমার কি আমাকে নিতে ইচ্ছে করে!

অনিলের কনকন শব্দ তুমি বলে দাও,
তোমার বিদায় দিতে অভিপ্রায় নেই আমাকে।
মহীরূহের সবুজের দৃশ্য,
তুমি বলে দাও
তোমার দৃশ্য আমাকে পর করার সময় হয়নি।

জীবন সমীকরণ তুমি বলে দাও,
বিদায় নেওয়ার সময় হয়নি।
মৃত্যু তুমি থমকে যাও!
এখনো যবার সময় হয়নি।

একালের আসমান,
তুমি মৃত্যু কে বলে দাও
কেন এত ধস্তাধস্তি বিদায় নিয়ে।

সোনালীনিউজ/এমটিআই