নীলিমা ইব্রাহিমের শততম জন্মদিন আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০, ০৩:০২ পিএম

ঢাকা: অধ্যাপক নীলিমা ইব্রাহিমের শততম জন্মদিন আজ। তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাটের মুলঘর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

বাবা প্রফুল্ল চন্দ্র রায় এবং মা কুসুমকুমারী দেবী মেয়ের নাম রেখেছিলেন নীলিমা রায় চৌধুরী। ১৯৪৫ সালে ডা. মোহাম্মদ ইব্রাহিমকে বিয়ের পর তিনি হন নীলিমা ইব্রাহিম। ১৯৪৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এমএ পাস করেন। ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা বিভাগে শিক্ষকতা শুরু করেন তিনি। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৫৯ সালে পিএইচডি ডিগ্রি নেন। বাংলা একাডেমির অবৈতনিক মহাপরিচালক এবং ঢাবির রোকেয়া হলের প্রাধ্যক্ষও ছিলেন নীলিমা ইব্রাহিম। শিক্ষকতার পাশাপাশি তিনি বহু বই লিখেছেন।

একাত্তরের নির্যাতিত নারীদের নিয়ে ‘আমি বীরাঙ্গনা বলছি’ নামে একটি বই লিখেছেন এই শিক্ষাবিদ। আরও লিখেছেন গবেষণামূলক বই, নাটক, ছোটগল্প, উপন্যাস ইত্যাদি।

নীলিমা ইব্রাহিম একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, লেখিকা সংঘ পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০০২ সালের ১৮ জুন তিনি মারা যান।

সোনালীনিউজ/টিআই