মো. আদিলের তিনটি কবিতা

একটি ফুল একা একা কাঁদে

  • মো. আদিল | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৬:৩৬ পিএম
ছবি (প্রতীকী)

একটি ফুল একা একা কাঁদে

একটি ফুল কাঁদে একা একা-
শঙ্খচিল হয়ে দাঁড়িয়ে থাকে পাহাড় চূড়ায়
কতো ফুল শুকিয়ে গেল বইয়ের ভাজে ভাজে
কখন সে কবিতা ঘুম ভাঙিয়ে স্বপ্ন হয়ে জাগে
চুলের উপরে ভাসে বিকেলের সূর্য 

সে খুব ফুল ভালোবাসে

শামুকের খোলস হয়ে সমুদ্র বালুতীরে
কতো ফুল বকপাখি উড়ে উড়ে যায়- অধরা
নীল আকাশের নিচে ফিরে আসে একঝাঁক জোনাকি
ফুলের ভাজে ভাজে ফুটে ওঠে বয়সের ছাতা,
সুখ, দুঃখ, কষ্ট....

বিকেলের ছাদে একটি ফুল কাঁদে একা একা-
সে খুব ফুল ভালোবাসে।

তুমি, আমি

তুমি একটু বিয়োগ করতা
আমিও একটু
দুজন মিলে হতাম ধ্রুবক
তুমিও দিলে না, আমিও না
পৃথিবীটা আজ নরক৷


অনুসন্ধান

ভরদুপুরে বৃষ্টি নামে
কতোশত লোক রাস্তায় ভেজে
তোমার কি আমার কথা মনে পড়ে না?
আমিও সেইসব লোকের মধ্যে পড়ি
মনে মনে কথা বলি, দিগ্বিদিক হাঁটি
পথের মাঝে পড়ে থাকা শিউলিফুল দেখে - চমকে উঠি

আমিও সেইসব লোকের মধ্যে পড়ি
একা একা বাড়ি ফেরে যারা
রাত আকাশে তারা খুঁজি, বসে থাকি একাকী
তোমার কথা খুব মনে পড়ে

যাদের কথা কেউ মনে রাখে না
আমি তাদের মধ্যেই পড়ি-
অবশ্য মনে রেখে কেই বা খোঁজে?
খুঁজলে হয়তো পেতেও পারো তোমারে।

সোনালীনিউজ/এসএন