প্রকাশ হয়েছে মাসউদ আহমাদের গল্পগ্রন্থ ‘দূর পৃথিবীর গন্ধে’

  • সাহিত্য-সংস্কৃতি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৫:২৫ পিএম
ছবি : মাসউদ আহমাদ ও প্রচ্ছদ ‘দূর পৃথিবীর গন্ধে’

ঢাকা : জীবনের বিচিত্র জগতের এক-একটি দরজা খুলে দেয় ছোটগল্প। কারণ,  গল্পের জন্ম হয় প্রতিনিয়ত ভিবিন্ন অভিজ্ঞতার ভেতর থেকে। তবে গল্পগ্রন্থের এগল্পগুলো সাধারণ হয় পরিচিত, কখনো অশ্রুত, কখনো বা অবাক করার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কথাসাহিত্যি বা গল্পকাররা পরিবর্তন করছে গল্প বলার ভঙ্গি ও ভাষা।  তার উদাহারণ দিতে গেলে বলতে হয় মাসউদ আহমাদের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘দূর পৃথিবীর গন্ধে’।

‘ঘাসফুল’ থেকে প্রকাশ হয়েছে মাসউদ আহমাদের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘দূর পৃথিবীর গন্ধে’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।

‘দূর পৃথিবীর গন্ধে’ সেজেছে বিষয় ও অনুভূতির বিচিত্র রঙে আঁকা ভাবনারাশির সমন্বয়ে। বরিশাল-ঢাকা-কলকাতার পটভূমিতে লেখা এর প্রায় সব গল্পেই সরাসরি জীবনানন্দ দাশ, লাবণ্য দাশ, শান্তি ব্যানার্জি ও বুদ্ধদেব বসু নানাভাবে জুড়ে আছেন।

এ বইয়ের তিনটি গল্প কলকাতার ‘দেশ’ পত্রিকায় এবং অন্য গল্পগুলো বিভিন্ন সময়ে বাংলাদেশের নানা কাগজে প্রকাশিত হয়েছে।

গল্পগ্রন্থটি পাওয়া যাচ্ছে বাতিঘর (বিশ্বসাহিত্য কেন্দ্র, ৭ম তলা), বাংলামোটর উজান (কনকর্ড এম্পোরিয়াম, কাঁটাবন),  প্রথমা (আজিজ সুপার মার্কেট, শাহবাগ) এবং রকমারি ডট কমে।

সোনালীনিউজ/এসএন