সুজন আহসানের থ্রিলার ধর্মীয় উপন্যাস ‘বৃষ্টি নামবে বলে’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৮:০৫ পিএম
প্রচ্ছদ : থ্রিলার ধর্মীয় উপন্যাস ‘বৃষ্টি নামবে বলে’

ঢাকা : অমর একুশে বইমেলা ২০২২ -এ ‘অক্ষরবৃত্ত প্রকাশন’ থেকে প্রকাশ হচ্ছে কবি ও কথাসাহিত্যিক সুজন আহসানের সামাজিক থ্রিলার ধর্মীয় উপন্যাস ‘বৃষ্টি নামবে বলে’। এটি কবি ও কথাসাহিত্যিকের পঞ্চম গ্রন্থ। থ্রিলার ধর্মীয় উপন্যাসের প্রচ্ছদ করেছে মোস্তাফিজ কারিগর।

গ্রন্থমেলায় নতুন বই প্রকাশ সম্পর্কিত কথা বলতে গিয়ে সুজন আহসান বলেন, ‘লেখক হিসেবে প্রতিটি নতুন বই নিয়েই লেখকের উচ্ছ্বাস থাকে, আবেগ থাকে। বৃষ্টি নামবে বলে আমার পঞ্চম বই হলেও বই হিসেবে নতুন। সদ্য আসতে যাচ্ছে।  আমি প্রতিবারই আমার বই নিয়ে পাঠকের সাড়া পেয়েছি, তাদের ভালোবাসা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘সামাজিক থ্রিলার যত পড়ি ততই মোহাবিষ্ট হয়ে যাই। আমার ভেতরে কম্পন সৃষ্টি হয়। পড়ে শেষ হলেই দম বন্ধ হয়ে যাওয়া নিশ্বাস ফেলে স্বস্তি পাই। এই ঘরনায় কাজ করতে না পারার একটা আক্ষেপ ছিল। সেই চিন্তা থেকেই এই উপন্যাস নিয়ে কাজ করা।’


‘বৃষ্টি নামবে বলে’ উপন্যাসের প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে এই লেখক বলেন, ‘উপন্যাসের প্রেক্ষাপট বেশি দিন আগের নয়। বছর দু’য়েক আগের। একটি গণমাধ্যমের নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিউজ পড়ে নিস্তব্ধ হয়ে যাই। এমনও কি হতে পারে? মানুষ এরকম হয়? তখন আমি কাজ করছিলাম আমার জ্যোৎস্না সংক্রান্তি উপন্যাস নিয়ে। তাই এদিকে আর এতবেশি মনোনিবেশ করতে পারিনি। এবারে সেই নাড়া দেওয়া বিষয় নিয়ে কাজ করেছি। আশা করি আমার পাঠক আগের মতোই তাদের ভালোবাসায় আমাকে হাতে তুলে নেবে।’

কবি ও কথাসাহিত্যিকের সুজন আহসানের অন্যান্য গ্রন্থগুলো হলো- আত্মহত্যার পাণ্ডুলিপি (কবিতা), নৈঃশব্দ্যের মায়াহরিণ এবং নিমীলিত নিঃশ্বাস (গল্পগ্রন্থ), জ্যোৎস্না সংক্রান্তি (উপন্যাস)।

সোনালীনিউজ/এসএন