কি হারিয়ে গেলে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০১৬, ০৫:৩০ পিএম

দোল সেন:
কোথায়, কখন, কি হারিয়ে গেলে
হীরার মতো দেখতে, ভালোবাসা, নাম ছিল
ঘন, "কাল, "মেঘে কাজলের ঘরে এলো

নীল দপনে, কপালে লাল টিপ ফিঁকে হয়ে ভেসে উঠল।
হাতের কাকনভাঙা, রঙে সাদা শাঁখা লজ্জাহীন
উৎসবে কাঁদলো।

শেষ হাসিটুকুর ঠিকানা বালুচরে ।
ফুলের রাত ধুয়ে গেল ঘাটশিলার ঘটে ।
ঝপশা চোখে,

কেন, মনভোমরা, বলে সাদা, ডাইরির পাতায়
"আবার," জীবন এঁকে।

সোনালীনিউজ/ঢাকা/আকন