জাদুঘরে ভজন কুমারের সংগীত

  • সাহিত্য-সংস্কৃতি প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৬, ০৮:৪২ পিএম

ঢাকা: উপমহাদেশের জনপ্রিয় শিল্পী ভজন কুমার ব্যাধের সংগীত মূর্ছনায় মুগ্ধ হলেন হলভর্তি শ্রোতা। শিল্পীর লোক সংগীত পরিবেশনায় বিমোহিত হয়ে পড়লেন তারা।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ভজন কুমারের একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

শিল্পী ভজন কুমার ব্যাধের জন্ম কুষ্টিয়ায়। তার দাদা ঝড়শাহ ছিলেন লালনশাহের অন্যতম একজন শিষ্য। বাবা ভক্ত শাহের অনুপ্রেরণায় ভজন কুমার ব্যাধ লোকসংগীত সাধনায় আত্মনিয়োগ করেন। সংগীত প্রতিভায় তিনি মুগ্ধ করেছেন অজস্র শ্রোতাকে।

কলকাতা, ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট, তারা বাংলাসহ দেশ বিদেশে বিভিন্ন অনুষ্ঠান উৎসবে তিনি সংগীত পরিবেশন করে জয় করে নিয়েছেন সংগীত প্রেমীদের মন।

জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক সন্ধ্যার অংশ হিসেবে সংগীত পরিবেশন করেন ভজন কুমার।

সোনালীনিউজ/এমএন