শুরু হলো ঢাকা আর্ট সামিট

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০১৬, ০৮:৩১ পিএম

সোনালীনিউজ ডেস্ক
রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে চার দিনব্যাপী ‘ঢাকা আর্ট সামিট’। দক্ষিণ এশীয় আর্টের সবচেয়ে বড় এই প্রদর্শনী শুরু হয়েছে শুক্রবার। এই প্রদর্শনীতে ৭০ জন বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ শিল্পী, কিউরেটর, লেখক, আর্ট প্রফেশনাল এবং কালেক্টর অংশ নিচ্ছেন।

আয়োজক সামদানী আর্ট ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশি স্থপতিদের বিশ্বের দরবারে পরিচিত করতে তাদের নিয়ে একটি প্রদর্শনীও আছে সামিটের আলাদা একটি কর্নারে। সেখানে বাংলাদেশের ১৭ জন স্থপতির করা বিভিন্ন ডিজাইন স্থান পেয়েছে।

এবারের আর্ট সামিটে অংশ নিচ্ছেন, আসিত মিত্র, আতিশ সাহা, ফারজানা আহমেদ উর্মি, গাজী নাফিস আহমেদ, পলাশ ভট্টাচার্য, রফিকুল শুভ, রাসেল চৌধুরী, রুপম রায়, সালমা আবেদীন প্রীতি, শামসুল আলম হেলাল, শিমুল সাহা, সুমন আহমেদ ও জিহান করিম।

চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই প্রর্দশনীটি প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

সোনালীনিউজ/ঢাকা/আকন