বঙ্গবন্ধুর জন্মদিবসে কবিতা

  • সাহিত্য সংস্কৃতি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০১৭, ০২:৪৪ এএম

একজন মুজিব

  • মো. গোলাম মোস্তফা

একজন যোদ্ধা করেছেন যুদ্ধ
বার বার হয়েছেন
পাকিস্তানি কারারুদ্ধ।

অস্ত্র নয় কণ্ঠ দিয়ে
একাত্মতার বাঁধ ভাঙিয়ে
সামনে এগিয়ে করেছেন যুদ্ধ।

সুধাম দেহ বলিষ্ঠ কণ্ঠস্বর
পরাধীনতার শৃঙ্খল ভেঙে
দেশকে তোরা মুক্ত কর
এই ভাবনার মন্ত্র ছিল
ওই মানুষের অন্তর।

দেশকে তিনি আঁকড়ে ধরেন
জীবন করে বিপন্ন
স্বাধীন জাতি আমরা আজ
শুধুই তারি জন্য।

তিনিই হলেন শ্রেষ্ঠ নেতা
স্বাধীন বাংলার জাতির পিতা
তিনিই হলেন চির সজীব
সবুজ বাংলার শেখ মুজিব।

কবি: শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম।