অনামিকা তাবাসসুম-এর কবিতা

নক্ষত্রফোটা রাতগুলো চিৎকার করে

  • সাহিত্য-সংস্কৃতি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৪, ২০১৭, ০১:৩০ এএম

আমি, আমি আর আমি
আমরা তিনজনে মিলে একটি শ্রেণী।
কি সে শ্রেণী? দাঁড়া একটু দাঁড়া, প্রসারিত কর তোদের চিত্ত। (তোরা টের পাসনে রে যারা ফুল হয়ে ফুটে উঠিস ফাল্গুনে কিংবা ধান হয়ে হেসে উঠিস প্রতিটি ক্ষেতে ক্ষেতে) আমরা তিনজনে মিলে একটি গোত্র।
কি সেটা? মধ্যবিত্ত। 
আমাদের তখন তপ্ত দুপুর
আমরা তিনজনেই হঠাৎই থমকে দাঁড়াই। দেখি, বসন্তে মুখরিত সব গোলাপ গাছ হেঁটে হেঁটে যাচ্ছে অন্য কোনো সান্ধ্যহাওয়ার দিকে।
আমরা তিনজনে দেখি সকাল ও সাঁঝে 
নাগরিক দোয়েলগুলো শিষ দিতে দিতে মুনাফার গন্ধ খোঁজে। 
সব অরণ্য, সব ভবন, সব সোনালী রুপালী দিন
অন্যের গোলায় উঠছে ঝলমলে।
তারপরও ভাবি,
তোদের ব্যবহৃত গোলাপগুলো ঘোলাটে হবার আগেই 
হঠাৎ একদিন পেছন ফিরে তাকাবেই
নক্ষত্র ফোটা রাতগুলো চিৎকার করে
ডাকবেই তাদের শস্যনীড়ে। 
এবং একটি কবিতা স্বপ্ন হয়ে রেলিং ধরে আমাদের যাচ্ছে উৎসাহ দিয়ে।

সোনালীনিউজ/এন