আবদুল মান্নান-এর কবিতা

ধূসর গন্তব্য

  • সাহিত্য-সংস্কৃতি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০১৭, ০৯:০৫ এএম

দামি পোশাক পরছি আমরা
দামি খাবার খাচ্ছি
একটু ভাবি দিনের শেষে
আমরা কোথায় যাচ্ছি?
বিত্ত বেসাত নিত্য বাড়ে
জ্যামিতিক হারে
আছি ভীষণ ঊর্ধ্বশ্বাসে
কে কার কাছে হারে।
লোভের সিঁড়ি বেয়ে বেয়ে
ঊর্ধ্ব পানে উঠছি
ধ্বংস করে মনের মুকুল
ফোটার আগেই ফুঠছি!
চিত্ত আজি পাষাণ কঠিন
মমতার ফুল ফোটে না
পাতাবাহার এই জীবনে
মধুকর তাই জোটে না!