আবদুল মান্নান-এর গুচ্ছকাব্য

কপোতাক্ষ বলছে কানে কানে

  • সাহিত্য-সংস্কৃতি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৭, ২০১৭, ০৭:০১ পিএম

 সহাবস্থান
আমার পানি তোমার জল
এক তরলের একই কল,
অবিশ্বাসে ধরে জং
পাত্রে পাল্টায় তরলের রং,
তোমার উলু আমার আযান
এক ইথারে দুই আহবান,
তোমার বোধে তুমি বুদ্ধ
তাই নিয়ে ক্যান মল্লযুদ্ধ?
চার কনের একটি বর
চার জানালা একটি ঘর,
আমার বিশ্বাস আমার কর্ম
সংগতিটাই আসল ধর্ম,
অবিশ্বাসী স্বজাতি সাপ
করবে দংশন হলেও বাপ!

ভালো আছি দাদা!
চাল ডাল তেল নেই
নেই আলু আদা, 
শোকর আলহামদুলিল্লাহ্‌
ভালো আছি দাদা!
পুরাতন কাপড়ে
নতুন করে ছ্যাঁদা ,
ঈদের আনন্দ বুনি
ভালো আছি দাদা!
ছেলেপুলে বউকে দেয়া
ভেঙেছি ওয়াদা,
শোকর আলহামদুলিল্লাহ্‌
ভালো আছি দাদা!
পুঁজিবাদী মালিকের
আমি ছোট পেয়াদা,
ছুঁড়ে দিলে কুঁড়ে খাই
ভালো আছি দাদা!

থামাও নাটক নাটকওয়ালা
ধনীর আছে অঢেল ধন
গরীব কেনো নিঃস্ব,
আর কতকাল চলবে এমন
পক্ষপাতী বিশ্ব?
যাদের হাড়ে বানাও সোপান
তারাই আজ অস্পৃশ্য
থামাও নাটক নাটকওয়ালা
এমন প্রহসন দৃশ্য!!! 

কপোতাক্ষ বলছে কানে কানে
থাকবো না আর এই তটেতে
ডাকছে আমায় যশোরে,
কপোতাক্ষ বলছে কানে কানে
তীরে একটু বসোরে!!!!
আয় করেছো কত টাকা
খরচ কত বছরে, 
ঠাণ্ডা মাথায় বসে হেথা
লাভের গণিত কষোরে!
আমার জলে পুষ্ট তুমি
ভুগছি কঠিন কহরে, 
ব্যাধির দাওয়া দাও না সোনা
ভালো যদি বাসোরে!!!!!