আদিবাসীদের ‘সাহরায় উৎসব’ শুরু

  • জয়পুরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৭, ১০:০৭ এএম

ঢাকা: ‘ধর্ম যার যার, উৎসব সবার’ শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘সহরায় উৎসব’ ও ৩ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা। আদিবাসীদের ঐতিহ্য তুলে ধরতে প্রতি বছরের মতো এবারো সদর উপজেলায় এ উৎসব ও মেলার আয়োজন করেছে বাংলাদেশ আদিবাসী সংঘ-জয়পুরহাট জেলা শাখা।

মেলার উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি কার্তিক সিং। রোববার বিকেল থেকে শুরু হওয়া এই মেলায় গান ও নাচ পরিবেশন করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা আদিবাসী সাংস্কৃতিক দল। এছাড়া উৎসবে গীতিনৃত্য ও নাট্যনুষ্ঠান পরিবেশন করা হয়। মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।


সোনালীনিউজ/ঢাকা/আকন