অধরা

  • জগেশ রায় | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৭, ০৩:৩৫ পিএম

আমিতো চাই তোমায় ভুলতে,
তবে কেন বারে বারে ফিরে এসে,
জীবন মাতিয়ে,কষ্টকে জাগিয়ে,
ধরা না দিয়ে, চলে যাও অবশেষে...!

শিখেছি অনেক তোমা থেকে,
জীবন কত কঠিন, কত রঙিন,
ভাবতেও পারিনি, যাবো ভেসে,
নির্জলা নদীর,অতল স্রোতে...!

কখনো হয়নি একসাথে চলা,
চোখে চোখ, হাতে হাত রেখে,
খোলা আকাশের নিচে, নির্জনে,
পাশাপাশি বসে, কথা বলা...!
 
এসেছিলে তুমি বধূবেশে,
বলেছিলে মনের অগোছালো স্বপ্ন,
নির্বাক শ্রোতা হয়ে ছিলাম তাকিয়ে,
উত্তর না শুনেই,চলে গেলে, না ফেরার দেশে...!

লেখক : শিক্ষার্থী ও সাংবাদিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।