আমি মৃত্যুকে আলিঙ্গন করতে চাই!

  • মো: গোলাম মোস্তফা (দুঃখু) | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৮, ১২:৪৭ পিএম

যে পথে আমার চলা হবে না,
সে পথে আমি চলতে চাই।

মৃত্যু তোমার আসার খরব দিলে!
আমি অপেক্ষা করবো তোমার জন্য।

মৃত্যু সুখ আমার হাসি!
যে হাসির মাঝে,
আজরাইল আসবে দেহের শক্তি কেড়ে নিতে।

কাউকে বলবো না,
আমার মৃত্যু হবে যেদিন!

সাদা কাপড়ে নিজেকে দেখবো,
অবাক করা চোখে।

শেষ বেলা গোসল করবো!
গরম পানির মাঝে।

মৃত্যু তোমার খবর কি বলো!
কবে আসবে আমার বাড়ির উঠনে।

কথা বলবে তো!
শরীর শক্তি কেড়ে নেওয়ার আগে।

আমি মৃত্যুকে আলিঙ্গন করতে চাই!
অভিশপ্ত জীবনের উল্লাসের মাঝে।

কবরের মাটি খবর কি তোমার?
তুমি কি নিজেকে তৈরী করে রেখেছো।

আমি যেদিন মৃত্যুর সাথে আলিঙ্গন করবো,
সেদিন তোমাকে খবর দিবে।

আমার বাড়ির,
বাঁশ বাগানের বাঁশ।

মৃত্যু তোমার,
নিরবে আসা যেন না হয়!
আমার বাড়ির উঠনে।

আমি অপেক্ষায় আছি!
মৃত্যুর সাথে আলিঙ্গন করতে।

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী, চট্টগ্রাম।