৭৩ হাজার বছর আগেকার শিল্পকর্মের সন্ধান

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৮:৩৮ পিএম

ঢাকা: আফ্রিকার এক গুহায় মানব নির্মিত ৭৩ হাজার বছর আগেকার এক শিল্পকর্মের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। মসৃণ এক পাথরের গায়ে এঁকে তৈরি করা হয়েছে এসব শিল্পকর্ম।

বিজ্ঞানীরা বলছেন, পাথরের গায়ে এই শিল্পকর্মে তিনটি দাগকে পৃথক ছয়টি দাগ দিয়ে খণ্ডিত হতে দেখা যায়। আর এমন কাজকে ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে আঁকা’ বলে দাবি গবেষকদের।

নতুন এই আবিষ্কার আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ-পুর্ব এশিয়ায় পাওয়া আগেকার যেকোন শিল্পকর্মের থেকে অন্তত ৩০ হাজার বছর পুরনো।

দক্ষিণ আফ্রিকার দক্ষিণ কেপ অঞ্চলের ব্লমবস গুহা থেকে এসব শিল্প খচিত পাথর উদ্ধার করেন উইটওয়াটার্সর‍্যান্ডের প্রত্ত্বতত্ত্ববিদ ড. লুকা পোলারোলো।

১৯৯১ সাল থেকে এই গুহায় অনুসন্ধান কাজ চালিয়ে আসছেন অধ্যাপক ক্রিস্টোফার হেলশিলউড এবং ড. ক্যারেন ভ্যান নিয়েকার্ক। ধারণা করা হয় এখানে মধ্য প্রস্তর যুগের ৭০ হাজার থেকে এক লক্ষ বছরের পুরনো নিদর্শন আছে এখানে। সূত্রঃ ডেইলি মেইল

সোনালীনিউজ/এমএইচএম