‘সংস্কৃতি হচ্ছে মানুষের সম্পর্ক উন্নয়নের সেত

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৫, ২০১৬, ০৬:৪৮ পিএম

সোনালীনিউজ ডেস্ক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর বলেছেন, সাংস্কৃতিক মুক্তি ছাড়া একটি জাতির পক্ষে কখনও মানসিক মুক্তি লাভ সম্ভব নয়। সংস্কৃতি হচ্ছে মানুষের সম্পর্ক উন্নয়নের সেতু।

শুক্রবার সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েন মিলনায়তনে স্বাধীনতা উৎসবের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সার্ক কালচারাল নামের একটি সংগঠন ওই অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মহিউদ্দীন খান আলমগীর বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে আমাদের তরুণ প্রজন্মকে বেশি বেশি সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে।

তিনি বলেন, সমাজে অনেক পচন ধরেছে। সমাজ সুষ্ঠু ধারায় পরিচালিত করতে হলে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। জঙ্গিবাদ নির্মূলে সবাইকে সাংস্কৃতিক বন্ধনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংগঠনের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী সিরাজুল ইসলাম, হিন্দিু-খ্রিষ্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সদস্য সচিব মুকুল কুমার সাহা, সার্ক কালচারের কার্যকর সভাপতি কবি সুভাষ চন্দ্র।

সোনালীনিউজ/ঢাকা/আকন