বাঁচার মাঝে সুখ নেই!

  • মো. গোলাম মোস্তফা (দুঃখু) | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৮, ০২:৪৮ পিএম

বাঁচার মাঝে সুখ নেই!
বলবো কোনো একদিন।

দেখার মাঝে প্রাণ নেই,
ভাবনাহীন চাওয়া পাওয়ার মাঝে।

এত ভিড়ের মাঝে হয়তো মনে নেই!
সময় অসময়ে গহীনে
আমিই তো ছিলাম, তোমার গল্পের ছবি।

দরজার পাশে অপেক্ষার ভাবনা!
চোখের বৃষ্টির মাঝে কান্না করে।

তোমার আসার পায়ের শব্দ,
শুনতে না পারার কারণে!

আলো চলে যাওয়ার আগে বলতে চায়,
এইবেলা বুঝি তোমার আসা হবে না!

চোখ যখন বৃষ্টির মতো জল দিতে ব্যস্ত!
তখন তোমার ভুবনে সুখের বাজনা চলছে।
লাল-নীল লাইটের আলোর ফাঁকে!

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।