মুক্তিযোদ্ধাদের কবরের উপর ক্ষমতার চেয়ার!

  • মো: গোলাম মোস্তফা (দুঃখু) | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০১৮, ১২:০৮ পিএম

ওরা ক্ষমতা চায় নিজের প্রয়োজনে!
বাবার রক্তের উপর নৃত্য করছে ক্ষমতার লোভে।
আমরা কবর থেকে বলছি!
তোমরা শুনতে পাচ্ছো বাংলাদেশের তরুণ।

যারা নিয়েছে আমাদের প্রাণ,
বাংলা ভাষার জন্য।
ওরা ক্ষমতা চায়!
তোমাদের স্বপ্ন  নিয়ে খেলা করার জন্য।

আবার আওয়াজ তুলো!
তরুণ তোমার ভোটে।
লাল সবুজের সম্মান - তরুণ্ তোমার হাতে ,
তারুণ্য শক্তি!
গর্জে উঠো স্বাধীনতার উল্লাসে।

লাল সবুজের প্রাণের আওয়াজ তারুণ্য শক্তি !
তোমাদের হাতে বাংলাদেশ,
নতুন করে সাজবে আবার লাল সবুজের দেশে।
বাংলার তরুণ তোমরা কোথায়?
আমরা শহীদ মিনার থেকে বলছি ।

তোমরা কি দেখতে পাচ্ছো না?
মুক্তিযোদ্ধাদের কবরের উপর ক্ষমতার চেয়ার
রাখার জন্য!
এক হয়েছে লাল সবুজের বেইমানরা।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম