বইমেলায় রোকন রাইয়ানের অন্যরকম গল্পগ্রন্থ ভ্যারাইটিজ স্টোর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০১:৪৬ পিএম

ঢাকা : চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি মানেই বইবসন্ত। তাই তো নতুন নতুন বইয়ের সোঁদাগন্ধে মৌ মৌ এখন বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান। মুগ্ধ বইপোকাদের দল।

সেই মুগ্ধতাকে আরো মুগ্ধকর করতে বইমেলায় এসেছে পাঠক নন্দিত লেখক ও সাংবাদিক রোকন রাইয়ানের চতুর্থ বই ‘ভ্যারাইটিজ স্টোর’।

ভ্যারাইটিজ স্টোরে আছে ১৮ট ভ্যারাইটিজ গল্প। আমাদের সমাজের, চারপাশের ভ্যারাইটিজ চরিত্রগুলো তিনি তুলে এনেছেন নিখুঁতভাবে। কল্পনার ভৌতিক গল্পের সাথে বাস্তবের ভৌতিক চরিত্রের চিত্রায়ন ঘটেছে ভ্যারাইটিজ স্টোরে।

এর আগে রোকন রাইয়ানের লেখা উপন্যাস ‘বইপোকাদের দল’, ‘বন্ধু পরিবহন’ এবং ‘সুখিয়া’ পাঠক মহলে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। তাই পাঠক এখন চোখ বন্ধ করেই তার বইয়ে হাত রাখতে পারেন।

পাঠকের সেই আস্থার দৃঢ়তা বাড়াতে ভ্যারাইটিজ স্টোর অনন্যতার স্বাক্ষর রাখবে বলে বিশ্বাস রোকন রাইয়ানের।

মোস্তাফিজ কারিগরের আঁকা দৃষ্টিনন্দন প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স (বইমেলা স্টল নং ৩১৩)। বইটির বিক্রয় মূল্য ১১০ টাকা।
বইমেলা ছাড়াও রকমারি ডটকম, শব্দালয়সহ অন্যান্য অনলাইন বুক শপে ভ্যারাইটিজ স্টোর অর্ডার করা যাবে।

সোনালীনিউজ/এমটিআই