হোম কোয়ারেন্টাইনে প্রখ্যাত সাংবাদিক আবেদ খান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১২, ২০২০, ০৩:৩৩ পিএম

ঢাকা : দেশের খ্যাতনামা সাংবাদিক, দৈনিক জাগরণের সম্পাদক এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবেদ খান হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে। রাজধানীর উত্তরায় যে ভবনে তিনি বাস করেন, সেটি লকডাউন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

ধারনা করা হচ্ছে, আবেদ খানের বাড়ির গৃহ পরিচারকদের ক্রো মাঝে করোনার প্রাথমিক উপসর্গ লক্ষ্য করা গেছে। যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তার হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। সতর্কতামূলক অন্যান্য বিষয়েও পদক্ষেপ নেয়া হচ্ছে।

সাংবাদিক আবেদ খান বিভিন্ন সময় দৈনিক ভোরের কাগজ, যুগান্তর, সমকাল ও কালের কণ্ঠের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদকের দায়িত্বেও ছিলেন আবেদ খান।  

আবেদ খান ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যম সংস্কৃতিতে সুদীর্ঘকাল যাবত অনবদ্য অবদান রেখে আসছেন এই বরেণ্য সাংবাদিক।

এছাড়াও সাহিত্য, সংস্কৃতি, সামাজিক কর্মকান্ডসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধিক সম্মাননা পুরস্কারে ভূষিত হন তিনি। ২০১৪ সালে তিনি রাষ্ট্রপতি প্রদত্ত স্বর্ণপদক লাভ করেন।

সোনালীনিউজ/এমটিআই