ডিআরইউ’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৬, ২০১৬, ০৫:৩৮ পিএম

জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, নানা রঙের বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র ২১ বছরে পদার্পনের দিনব্যাপী আয়োজনের শুভ উদ্বোধন হয়।

উদ্বোধনী পর্বে সংগঠনের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আয়োজনের পর শোভাযাত্রা বের করেন সংগঠনের সদস্যরা। শোভাযাত্রাটি ডিআরইউ প্রাঙ্গণ থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে ফের ডিআরইউতে এসে শেষ হয়।
এরপর ডিআরইউ’র সাগর রুনি মিলনায়তনে ২১ কেজি ওজনের কেক কেটে নবীন-প্রবীণ সদস্যদের শুভেচ্ছা বিনিময় পর্ব শুরু হয়।

দিন্যবাপী আয়োজনে বিকেলে আরো থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমটিআই