‘স্বপ্ন ছিলো সাংবাদিকতায়, ভাগ্য টেনে নিলো ব্যবসায়’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৩:২১ পিএম

ঢাকা: ঢাকা: শাহজালাল ইকুইটি ম্যানেজম্যান্ট এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূছ বলেছেন, ছোটবেলায় প্রতিটি মানুষেরই একটা স্বপ্ন থাকে। আমারও একটা স্বপ্ন ছিলো। সেটা হলো সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করা। কিন্তু ভাগ্য আমাকে ব্যবসার দিকে টেনে নিয়েছে। 

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের আল-রাজী কমপ্লেক্সে শেয়ারবাজার বিটের রিপোর্টারদের একমাত্র সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) নিজস্ব অফিস উদ্বোধন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ ইউনূছ তার স্বপ্নের কথা জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের চেয়ারম্যান ইউনুসুর রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান, শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল। এসময় সিএমজেএফ এর সাধারণ সম্পাদক মনির হোসেনসহ সংগঠনটির প্রায় সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহজালাল ইকুইটি ম্যানেজম্যান্টের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূছ বলেন, সাংবাদিক হওয়ার জন্য কোর্স করেছিলাম। প্রবল ইচ্ছেও ছিলো কিন্তু সাংবাদিক আর হয়ে ওঠা হলো না। তবে সাংবাদিকতা পেশার উপর আমার অনেক শ্রদ্ধা আছে। সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশ ও জাতীর উন্নয়নে কাজ করবেন। কেউ যেন আপনাদের হলুদ সাংবাদিক আখ্যা দিতে না পারে সে লক্ষ্যে নিজেদের প্রতিষ্ঠিত করবেন।

অনুষ্ঠানে জানানো হয়, সিএমজেএফ দেশের সাংবাদিকদের অন্যতম একটি মর্যাদশীল সংগঠন। ২০০৮ সালে রাজধানীর হোটেল রেডিসনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম সংগঠনটির উদ্বোধন করেন।

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শেয়ারবাজারের মতো টেকনিক্যালখাতে সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে কাজ করছে।নিজস্ব অফিস প্রতিষ্ঠার মাধ্যমে প্রশিক্ষণের পরিধি আরও বাড়বে। সামগ্রিকভাবে শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় যা সহায়ক হবে।

উল্লেখ্য, সিএমজেএফের নিজস্ব অফিস কিনতে যে সব প্রতিষ্ঠান সহায়তা দিয়েছে এরমধ্যে রয়েছে- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দ্যা সিটি ব্যাংক লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ এসোশিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, এনআরবিসি ব্যাংক লিমিটেড, শেয়ারবাজার নিউজ, এলআর গ্লোবাল বাংলাদেশ, শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, লংকা বাংলা সিকিউরিটিজ, আইডিএলসি ফাইন্যান্স, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স অ্যান্ড সাবসিডিয়ারিস, ইউনাইটেড সিকিউরিটিজ, পদ্মা ব্যাংক লিমিটেড, এবি সিকিউরিটিজ লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট লিমিটেড, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, সেন্ট্রাল কাউন্টার পার্র্টি বাংলাদেশ লিমিটেড, চিটাগং স্টক এক্সচেঞ্জ লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সোনালীনিউজ/এমএইচ