ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান।
ঢাকায় পৌঁছানোর পরপরই বিমানবন্দর থেকে সরাসরি শহীদ হাদির মরদেহের কাছে যান জামায়াত আমির। সেখানে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হওয়ার জন্যই তিনি লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। তিনি লেখেন, এমন গভীর শোকের মুহূর্তে পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার জানা নেই। মহান আল্লাহ যেন এই শোক সইবার শক্তি হাদি পরিবারসহ পুরো দেশবাসীকে দান করেন—এই দোয়া করেন তিনি।
জামায়াত আমির আরও লেখেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন না; তিনি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীন চেতনার প্রতীক। তার জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের এই সাহসী সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো এবং তার স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার। তিনি আশা প্রকাশ করেন, শহীদ হাদির আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করবে।
পোস্টের শেষাংশে তিনি শহীদ ওসমান হাদির শাহাদাত কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান।
এম