তারেকের নেতৃত্বে নতুন বাংলাদেশ আশা ডেইলি স্টার সম্পাদকের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৩:৪০ পিএম
ফাইল ছবি

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, নতুন যে বাংলাদেশ আমরা চাই, সেখানে তারেক রহমানের নেতৃত্বে ক্রিটিক্যাল জার্নালিজম এবং স্বাধীন মিডিয়ার সুযোগ নিশ্চিত থাকতে হবে।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপির আয়োজন করা মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের উপলক্ষ্যে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও ও টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।

মাহফুজ আনাম বলেন, গত ৫৩ বছরে কোনো মিডিয়া অফিসে আগুন জ্বালানো হয়নি। কিন্তু প্রথমবারের মতো ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে আগুন জ্বালানো হলো। তিনি প্রশ্ন তোলেন, আমরা কী অপরাধ করেছি এবং সব মিডিয়াকে সত্যিকার অর্থে এটি প্রশ্ন করতে অনুরোধ করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। মত প্রকাশের স্বাধীনতা থাকলেও সমালোচনা গ্রহণের স্বাধীনতাও থাকা উচিত। নির্বাচিত সরকারের সঙ্গে মিডিয়ার সম্পর্ক সম্মানজনক হতে হবে এবং সমালোচনা নির্বাচিত সরকারকে উন্নত করতে সাহায্য করবে।

মতবিনিময়সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ আশা করছে তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটি শক্তিশালী হবে। দীর্ঘ ১৮ বছর নির্বাসিত থাকার পর তার প্রত্যাবর্তন গণতন্ত্রকে শক্তিশালী করার সুযোগ হিসেবে ব্যবহৃত হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার। প্রথম আলো ও ডেইলি স্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে। এটি জাতির জন্য লজ্জার।

মাহফুজ আনাম আশা প্রকাশ করেন, নতুন বাংলাদেশে ক্রিটিক্যাল জার্নালিজম এবং স্বাধীন মিডিয়ার যথাযথ ভূমিকা থাকবে, যা নির্বাচিত সরকারের গণতান্ত্রিক কর্মপদ্ধতি ও জনগণের স্বার্থ রক্ষায় সহায়ক হবে।

এসএইচ