কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সোনালী নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

  • জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১০:২০ এএম

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের স্বনামধন্য নিউজ পোর্টাল  সোনালী নিউজ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে, ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায়  ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে  আলোচনা সভা ও কেক কাটার  মধ্য দিয়ে  সোনালী নিউজের ১০ বছর পূর্তি ও ১১ বছর পদার্পণ  উপলক্ষে  প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক, শিশু সাহিত্যিক, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের  স্বনামধন্য গীতিকার তৌহিদ উল ইসলাম,বড়ভিটা মহাবিদ্যালয়ের  অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া, কবি আজিজুল হাকিম মন্ডল, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক এইচ এম বাবুল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া মিয়া, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাকারিয়া শেখ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, রাজধানী টিভির প্রতিনিধি আলমগীর হোসেন আসিফ, মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি মাইদুল ইসলাম,সাংবাদিক আব্দুর রাজ্জাক,  সাংবাদিক হারুন অর রশিদ হারুন সহ আরো অনেকে। 

এ সময় বক্তারা,সোনালী নিউজ এর কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। 
এম