শাহবাগে দুই সাংবাদিককে পিটিয়েছে পুলিশ

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০১৭, ০৪:২৬ পিএম

ঢাকা : রাজধানীর শাহবাগে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আহতরা হলেন- এটিএন নিউজের স্টাফ রিপোর্টার এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আব্দুল আলীম। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক এহসান বিন দিদার জানান, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালের সংবাদ কাভার করার জন্য তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন। এ সময় শাহবাগ থানার এএসআই এরশাদ মণ্ডলের নেতৃত্বে চার-পাঁচজন পুলিশ সদস্য তাদের ওপর হামলা চালায়। কি কারণে হামলা চালিয়েছিল তা তারা বুঝতে পারেননি।


 
হামলায় ক্যামেরাম্যানের চোখের ওপরের অংশ কেটে গেছে। ক্যামেরা ভেঙে গেছে। রিপোর্টারের হাত এবং পা ভেঙে গেছে। তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, কিভাবে ঘটনার সূত্রপাত হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। পাশেই পুলিশের একটি ভিডিও ক্যামেরা ছিল। সেখানকার ভিডিও ফুটেজটি পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশের কেউ জড়িত থাকলে অবশ্যই এর বিচার হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর