বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০১৭, ১১:১১ এএম

শরীয়তপুর : সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নসহ ১৪ টি দাবী আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় শরীয়তপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই সকাল ১০ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার আয়োজনে শরীয়তপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব মো. ছগির হোসেনের নেতৃত্বে র‌্যালিটি শিল্পকলা একাডেমি হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় র‌্যালিটিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট, শরীয়তপুর জেলা আহ্বায়ক এম. এ ওয়াদুদ মিয়া, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন দিপু মিয়া, ডিবিসি ও দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিল, চ্যানেল আই টেলিভিশন প্রতিনিধি এসএম মুজিবুর রহমানসহ জেলার ইলেকক্ট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা আহ্বায়ক এম. এ ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর চরভদ্রাসন সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল এসএম সাইদুর রহমান, সময় টিভি এবং বাংলাদেশ টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি মজিবুর রহমান রিপন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মাহবুবুর রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি কবিরুজ্জামান কবির, বিজয় টেলিভিশনের প্রতিনিধি মো. মামুন,চ্যানেল এস টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজন, দৈনিক আমাদের কন্ঠের প্রতিনিধি সোহাগ খান সুজন, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস, অপরাধ বার্তা প্রতিনিধি মহসিন রেজা, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার প্রতিনিধি মো. মনিরুজ্জামান খোকন, আল মাছুম, আনিছুর রহমান, আব্দুল জলিল মাদবর, শেখ নজরুল ইসলাম, আব্দুল বারেক মিয়া, পাবেল শিকদার,সমীর চন্দ্রশীল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ডামুড্যা উপজেলা শাখার আহ্বায়ক মো. নান্নু মৃধা, সদস্য সচিব মো. মেহেদী হাসান মোল্যাসহ সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

এ সময় আলোচকরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক উল্লেখিত ১৪ টি দাবী আদায়ের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।

সোনালীনিউজ/এমটিআই