৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৮, ০৭:৪৫ পিএম

শরীয়তপুর: ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবি জানিয়েছেন বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখাসহ কর্মরত গণমাধ্যমকর্মীরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। পরে শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এক‌টি স্মারকলিপি প্রদান করা হয় ।

মানববন্ধনে বক্তব্য দেন, বিএমএসএফ শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক, সংলাপ৭১.ক‌মের এবং সাপ্তা‌হিক বালুচর প‌ত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.এ ওয়াদুদ মিয়া, সদস্য স‌চিব ও জা‌গো‌ নিউ‌জের প্র‌তি‌নি‌ধি মো. ছ‌গির হো‌সেন, মাছরাঙা প্রতিনিধি মো. কবির উজ্জামান, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মাহবুবুর রহমান।

বক্তরা ব‌লেন, সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে মামলার অভি‌যোগ প্রেস কাউ‌ন্সি‌লে কর‌তে হ‌বে। অবিল‌ম্বে সাংবা‌দিক নি‌পিড়নকারী ৩২ ধারা বাতিল, পেশাদার সাংবা‌দিক‌দের তা‌লিকা প্রণয়নসহ ১৪ দফা বাস্তবায়‌নের দাবি জানান তারা ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ডিবিসি'র শরীয়তপুর প্রতিনিধি বিএম ইশ্রাফিল, বৈশাখি টেলিভিশনের প্রতিনিধি মো. খালেক পেদা (ইমন), বাংলা টিভি প্রতিনিধি নয়ন দাস, মানবজমিন নড়িয়া প্রতিনিধি আলমগীর হোসেন আলম, দৈনিক যুগান্তরের ডামুড্যা প্রতিনিধি মো. নান্নু মৃধা, সংলাপ৭১. কমের প্রতিনিধি মিতালী সিকদার, সাপ্তা‌হিক আজ‌কের শরীয়তপু‌রের সম্পাদক টিএম গোলাম মোস্তফা, অপরাধ বার্তা ও আনন্দবাজার প্রতি‌নি‌ধি মো. মহ‌সিন রেজা, ক্রাইম ভিশ‌নের প্রতি‌নি‌ধি না‌ছির আহ‌ম্মেদ, দৈ‌নিক ঢাকার ডাক প্রতি‌নিধি আব্দুর র‌শিদ সরদার, দৈ‌নিক রুদ্রবার্তা প্রতি‌নি‌ধি শেখ নজরুল ইসলাম, পা‌বেল শিকদার, শরীয়তপুর জার্নাল প্রতি‌নি‌ধি সোহাগ খান সু‌জন, দৈ‌নিক ভো‌রের সূর্য প্রতি‌নি‌ধি আব্দুল বা‌রেক, জে‌টি‌ভির প্রতি‌নি‌ধি রুপক চক্রবর্তী, দৈ‌নিক বজ্রশ‌ক্তির প্রতি‌নি‌ধি আসাদ মল্লিক, শেখ জামাল, সংলাপ৭১. ক‌মের প্রতি‌নি‌ধি মো. না‌সির খান, সময়‌নিউজের প্রতি‌নি‌ধি সমীর চন্দ্র শীল, বাবুল মজুমদার, বাবু সিকদার, না‌সির খান, রা‌শেদুল ক‌বির মাসুদ, মো. ম‌তিউর রহমান প্রমুখ।

সোনালীনিউজ/এমএইচএম