মাহবুবুল হক শাকিলের জন্মবার্ষিকী আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৮, ১০:৪০ এএম

ঢাকা: কবি ও রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিলের ৫০তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। ১৯৬৮ সালের এই দিনে তিনি জন্ম গ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ময়মনসিংহ হলেও জন্ম টাঙ্গাইলে।

মাহবুবুল হক শাকিল ময়মনসিংহ জিলা স্কুল ও আনন্দ মোহন কলেজে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হয়ে ঢাবি এফএইচ হলের জিএস নির্বাচিত হন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

২০১৪ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) হিসেবে কাজ করেছেন।

৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় জন্মদিনের অনুষ্ঠান করবে মাহবুবুল হক শাকিল সংসদ।


সোনালীনিউজ/ঢাকা/আকন