আন্তর্জাতিক গণমাধ্যমে চকবাজারের আগুনের ঘটনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ১০:৫৯ এএম

ঢাকা: বিবিসি, দ্য গার্ডিয়ান, এএফপি, আল জাজিরা, রয়টার্সসহ বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যম তাদের প্রধান শিরোনামে ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের খবর প্রচার করছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রধান শিরোনাম করা হয়েছে, বাংলাদেশে অগ্নিকাণ্ড- ঐতিহাসিক ঢাকায় আগুনে বহু প্রাণহানি। এএফপির শিরোনামে বলা হয়েছে- বাংলাদেশের রাজধানীতে অগ্নিকাণ্ডে নিহত ৬৯। অপরদিকে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে- ঢাকায় অগ্নিকাণ্ড: ক্যামিকেলের দোকান হিসেবে ব্যবহৃত অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ৭০।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রধান শিরোনাম- বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে বহু প্রাণহানি। এছাড়া রয়টার্সের শিরোনাম- বাংলাদেশের ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৬। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে- ক্যামিকেলের গুদাম হিসেবে ব্যবহৃত অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ৬৯।

উল্লেখ্য, বুধবার রাত ১১টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে দগ্ধ হয়ে এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চুড়িহাট্টায় ফায়ার সার্ভিসের অস্থায়ী তথ্য কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, রাত ৩টায় ৩৭টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার সকালেও উদ্ধার কাজ চলছে। ওই এলাকার প্রতিটি ভবনে তল্লাশি চালানো শেষ হলে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে পরিপূর্ণ তথ্য পাওয়া যাবে। কাটারা মসজিদের ফজরের নামাজের আজানের সময়ও স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে চুড়িহাট্টার বাতাস। এ দৃশ্য দেখলে পাষাণের বুকও কেঁপে উঠবে, চোখে আসবে জল। এমন মর্মান্তিক ভয়াবহ ঘটনা আর হয়নি দেশের ইতিহাসে।


সোনালীনিউজ/ঢাকা/আকন