মিয়ানমারে আটক থাকা রয়টার্সের দুই সাংবাদিক মুক্ত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০১৯, ১০:১৮ এএম

ঢাকা: মিয়ানমারে আটক থাকা রয়টার্সের দুই সাংবাদিক ছাড়া পেয়েছেন। তাদের মধ্যে একজন হলেন ওয়া লোন এবং আরেকজন হলেন কিয়া সোই ও। দেশটির রাষ্ট্রপতিসংক্রান্ত এক আদেশে তাদেরকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে মিয়ানমারের রাষ্ট্রিয় গোপন আইনের আওতায় অভিযুক্ত করে তাদেরকে ৭ বছরের জেল দেওয়া হয়।

দেশটিতে ২০১৭ সালে সামরিক অভিযানের সময় ১০ জন রোহিঙ্গাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা ওই সময় এ সংক্রান্ত রিপোর্ট তৈরি করে। এরপরই তাদেরকে আটক করা হয়।

তাদেরকে আটক করা হলে এ ব্যাপারে বিশ্বব্যাপী এ বিষয়টি নিয়ে নিন্দা করা হয় এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর ব্যাপক ‘ক্ষতিকর’ বলে উল্লেখ করা হয়।

ওয়া লেইন জেল থেকে মুক্তি পেয়ে বিবিসির সংবাদদাতা নিক বেইককে বলেন, ‘আমি কখনোই সাংবাদিকতা ছেড়ে দেব না। আমি আমার পরিবার এবং সহকর্মীদের কাছে ফিরে এসে খুবই আনন্দিত।’

রয়টার্সের চিফ এডিটর বলেন, তাদের প্রতিবেদনের জন্য তারা পুলিৎজার পুরস্কার জিতেছে। এটি সংবাদের স্বাধীনতার "প্রতীক" হয়ে উঠেছে। তথ্যসূত্র: বিবিসি


সোনালীনিউজ/ঢাকা/আকন