আবরান ফাহাদ নামে সড়কের নামকরণ

আবরারের ভাইকে নিজ বাসায় রেখে পড়াতে চান এমপি

  • কুষ্টিয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৯, ০৭:১৩ পিএম

কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে আরবাবের গ্রামের বাড়িতে যান কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। সেখানে আরবাবের বৃদ্ধ দাদা আবুল গফুর বিশ্বাস, বাবা বরকতউল্লাহ এবং মা রকেয়া খাতুন এর সঙ্গে দেখা করেন ।

আরবাবের বাবা ও দাদা কে বুকে জড়িয়ে ধরেন সাংসদ সেলিম আলতাফ জর্জ। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গফুর বিশ্বাস বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাংসদ সেলিম আলতাফ জর্জ এর দাদা গোলাম কিবরিয়ার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করেছিলেন। গফুর বিশ্বাস সেলিম আলতাফ জর্জকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। সাংসদ জানান এই পরিবারের সঙ্গে তার রক্তের সম্পর্ক।

আবরারের পরিবারের ইচ্ছা অনুযায়ী আবরারের বাড়ির সামনের আধা কিলোমিটার সড়ক পাকাকরণ সহ সড়কের নাম “আবরান ফাহাদ সড়ক নামকরণের ঘোষণা দেন তিনি।

আবরারের বাবা বরকতউল্লাহ সাংসদ সেলিম আলতাফ জর্জ কে বলেন, তার ছোট ছেলে আবরার ফাইয়াজ ঢাকাতে যেতে ভয় পাচ্ছে। সে ঢাকাতে পড়তে যেতে চাচ্ছেনা। ফায়াজ ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শাখার বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র।

এ সময় সংসদ সেলিম আলতাফ জর্জ আবরারের বাবাকে আশ্বস্ত করে বলেন, আবরার ফাইয়াজ কে ঢাকায় নিরাপত্তাসহ তিনি তার বাসায় রেখে পড়াবেন। তবুও যেন লেখাপড়ার কোন প্রকার ক্ষতি না হয়।আবরারের ভাইকে নিজ বাসায় রেখে পড়াতে চান সাংসদ সেলিম আলতাফ জর্জ।

সোনালীনিউজ/এমটিআই