৭ নভেম্বর বসছে সংসদ অধিবেশন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৯, ০৪:৫৫ পিএম

ঢাকা: আগামী ৭ নভেম্বরএকাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে। বুধবার (১৬ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গণসংযোগ-১) মো. নূরুল হুদা এ তথ্য  জানান। 

তিনি জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

মো. নূরুল হুদা বলেন, ৭ নভেম্বর বিকাল ৪টা ১৫ মিনিটে একাদশ জাতীয় সংসদের পঞ্চম (২০১৯ সালের পঞ্চম) অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

এর আগে গত ৮ সেপ্টেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়ে চলে চার কার্যদিবস। সংক্ষিপ্ত ওই অধিবেশনে একটি বিল পাস হওয়া ছাড়াও ৭১ বিধিতে পাওয়া ১৫৮টি নোটিসের মধ্যে তিনটি গ্রহণ করে আলোচনা করা হয়। আর ৭১(ক) বিধিতে ৩০টি নোটিস আলোচিত হয়।

সোনালীনিউজ/এমএএইচ