নির্বাচনী বন্ধের পর আজ খুলেছে বাণিজ্য মেলা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২০, ১০:৫৯ এএম

ঢাকা : ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য টানা দুই দিন বন্ধের পর আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০ খুলছে।

রোববার (২ ফেব্রুয়ারি) থেকে এই মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। 

গত ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মেলা কর্তৃপক্ষ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে বাণিজ্য মেলা বন্ধ রাখে। এর আগে, ১০ জানুয়ারিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে মেলা বন্ধ ছিল। 

এদিকে ব্যবসায়ীদের ক্ষতির কথা চিন্তা করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার মেয়াদ বাড়ানোর প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ ৪ দিন বৃদ্ধি করে। 

সোনালীনিউজ/এএস