বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১২, ২০১৬, ০১:৫৬ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে বিজিবির সদর দপ্তরে দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ের ছয় দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।

এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষে মূল এজেন্ডা হিসেবে থাকছে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা, আটক ও অপহরণের বিষয়টি। এ ছাড়া সীমান্তে চোরাচালান, মাদক পাচার, সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক ও নির্মাণকাজ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিয়েছে। বিএসএফের মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ভারতের ২১ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

আগামী ১৬ মে যৌথ ঘোষণায় স্বাক্ষরের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ