পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবছে সরকার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০১৬, ০২:৪৪ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‌‘একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচার ও রায় নিয়ে পাকিস্তানের কর্মকাণ্ড বিরক্তিকর। দেশটির সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে সরকার।’ 

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে দেশটি কী পদক্ষেপ নিয়েছে তাও জানতে চাইবে বাংলাদেশ। পাকিস্তান যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাত্রাতিরিক্ত নাক গলানো বন্ধ না করে তাহলে তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবা হবে।’

নিজামীর ফাঁসির প্রতিবাদে তুরস্ক তাদের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে প্রত্যাহার করেছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি বলে শাহরিয়ার জানান।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার পাকিস্তানে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারবকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে।

এরই প্রতিবাদে একই দিন বিকেলে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে এ ধরণের আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের একটি নোট তার হাতে তুলে দেওয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/আমা