ত্রাণ বিতরণের আগে পুলিশকে জানাতে হবে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২, ২০২০, ০৯:৩৬ পিএম

ঢাকা : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যেসব সাহায্য ও সেবা বিতরণ করা হচ্ছে তার আগে পুলিশকে অবহিত করতে বলেছে পুলিশ সদর দফতর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় সেবা ও সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দাঁড়াচ্ছে সেবাধর্মী অনেক প্রতিষ্ঠানও। খাদ্য ও সেবা বিতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই লোক সমাগমের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং সোশ্যাল ডিসটেন্সিং এর নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না।

যা বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই, যে কোনো প্রকার ত্রাণ ও সেবা বিতরণমূলক কাজের ক্ষেত্রে আগেভাগেই প্রশাসণ ও পুলিশকে অবগত করে প্রয়োজনীয় সহযোগিতা নিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

সোনালীনিউজ/এএস