তিন দেশ ছাড়া সব আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট বাতিল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২০, ০৮:৪৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: তিন দেশ ছাড়া সব আন্তর্জাতিক রুটে আগামী ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (১৪ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ওয়েবসাইটে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে দুবাই, আবুধাবি ও লন্ডন ছাড়া সব গন্তব্যে ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হল। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। করোনা পরিস্থিতি উন্নতি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এর মধ্যে ৩১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে এবং বাকি সব আন্তর্জাতিক রুটে ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করা হয়।

এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়ায় সাধারণ ছুটি ঘোষণা করে গত ২৪ মার্চ থেকে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় সরকার। সাধারণ ছুটি দফায় দফায় বাড়ানোর পর গত ১ জুন থেকে অভ্যন্তরীণ ও ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়। এর প্রেক্ষিতে গত ২১ জুন থেকে লন্ডন, ১৩ জুলাই থেকে দুবাই এবং ১৪ জুলাই থেকে আবুধাবি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালানো শুরু করে বিমান। 

সোনালীনিউজ/এমএএইচ