বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়ালো সৌদি সরকার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০, ০৭:১০ পিএম
ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশে অবস্থান করা কর্মীদের থাকার বৈধতা সনদ (আকামা’র) মেয়াদ আরও ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব সরকার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধায় এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। তিনি বলেন, করোনার কারণে বাংলাদেশে এসে আটকে পড়েছেন সৌদি প্রবাসী অনেক কর্মী। কিন্তু করোনার জন্য ফ্লাইট বন্ধসহ সৌদি প্রবেশে নানা জটিলতার কারণে তারা কর্মস্থলে ফিরতে পারছেন না। এদিকে অনেকের আকামার মেয়াদও প্রায় শেষের পথে।

এমতাবস্থায় তাদের আকামার মেয়াদ বৃদ্ধি করার আহ্বান জানানো হয় সৌদি সরকারের কাছে। তারই ধারাবাহিকতায় সৌদি সরকার এমন সিদ্ধান্তের কথা জানালো। একইসাথে আগামী রোববার থেকে নতুন ভিসা পাওয়া যাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সোনালীনিউজ/টিআই