রাজধানীতে নির্যাতনে আহত শিশু গৃহকর্মীর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৭, ২০১৬, ০৬:০১ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় হাসিনা আক্তার (১২) নামে নির্যাতনের শিকার এক শিশু গৃহকর্মীর হাসপাতালে মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ২৭ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানে আলম মুন্সী।

নিহত হাসিনা ময়ময়নসিংহের কামারপুরের সালমা বেগমের মেয়ে। সে মোহাম্মদপুরের কাঠপট্টি এলাকায় লিজা নামের এক নারীর বাসায় কাজ করতো।

মোহাম্মদপুর থানার পরিদর্শক জানে আলম মুন্সী বলেন, “হাসিনা শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। ২০ মে ভোর রাতে শফিকুল নামে এক যুবক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায়।

“পরে তদন্তে দেখা গেছে, ওই যুবক ভুয়া নাম-ঠিকানা দিয়েছিল এবং হাসিনা কাঠপট্টির এক পাঁচতলা ভবনের লিজা নামে এক নারীর বাসায় কাজ করতো।”

সালমার বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, আগে সালমা নিজে ওই বাসায় কাজ করতো। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় মেয়েকে ওই বাসায় কাজ করতে পাঠান তিনি।

নির্যাতনের ঘটনায় হাসিনার মা সালমা বেগম বাদী হয়ে লিজা ও তার স্বামীকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন বলে জানান জানে আলম।ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম