বাজেটে কার্যকর হচ্ছে না ভ্যাট আইন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০১৬, ০৬:০৯ পিএম

প্রস্তাবিত নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে না বলে বাজেট ঘোষণা থেকে জানা গেছে। ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা আগের নিয়মেই ভ্যাট দেবেন। তবে সিম কার্ড ব্যবহারে ২ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ছে।
 
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এমনটি জানান অথমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।  

সোনালীনিউজ/এইচএআর