এনইউএইচ ভর্তি স্পিকার শিরীন শারমিন

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০১৬, ০৬:৫৬ পিএম

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) ভর্তি হয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত শুক্রবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। চিকিৎসা শেষে ১০ জুন তিনি ফিরবেন বলেও জানানো হয়।

সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস স্কোয়াড্রন লিডার সাদরুল আহমেদ খান জানান, সিঙ্গাপুরের এইউএইচ এর কেন্ট রিজ উইং এ ভর্তি হয়েছেন। গত ২৮ মে উচ্চরক্তচাপ জনিত জটিলতার কারণে শিরীন শারমিনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। আছরের নামাজের বিরতির পর তিনি আর সংসদ কক্ষে ফেরেননি। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বন্দরে স্পিকারকে বিদায় জানাতে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুর রব হাওলাদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই