ভ্যাকসিন নিলেন বিএসএমএমইউ’র ভিসি কনক কান্তি বড়ুয়া

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ১২:৪৬ পিএম

ঢাকা : করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিএসএমএমইউতে করোনার ভ্যাকসিন গ্রহণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

ভ্যাকসিন নিয়ে তিনি বলেন, ‘আমি স্বেচ্ছায় ভ্যাকসিন নিলাম, যেন সবাই এই ভ্যাকসিন নিতে উৎসাহী হয়।’

এই হাসপাতালের নিজস্ব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা ছাড়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি করোনার ভ্যাকসিন নেবেন।

আজ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালেয় হাসপাতাল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে একযোগে ভ্যাকসিন দেয়া হচ্ছে।

এই পাঁচ হাসপাতালের নিজস্ব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা আজ করোনার ভ্যাকসিন পাবেন।

গতকাল বুধবার কুর্মিটোলা হাসপাতালের দেশে করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন প্রথম করোনা ভ্যাকসিন নেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা। তারপর আরও কয়েকজনকে দেয়া হয় করোনা ভ্যাকসিন।

সোনালীনিউজ/এমটিআই