সীমান্ত টহলে নারী বিজিবি

  • ডেস্ক রিপোর্ট | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০১৬, ১১:২১ এএম

নারী চোরাচালানিদের ধরতে বিজিবি পুরুষ সদস্যদের পাশাপাশি সীমান্ত এলাকায় নারী সদস্যদের নিয়োগ করা হয়েছে।

বিজিবির পুরুষ সদস্যদের পক্ষে সবসময় এসব নারী চোরাকারবারিদের তল্লাশি চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয়ে ওঠে না।

দেশের বিভিন্ন সীমান্তে চোরাচালানের কাজে কৌশলে নারীদের ব্যবহার করছেন চোরাকারবারিরা। নারী চোরাকারবারিদের দৌরাত্ম্য রুখতে তাই নারী সৈনিক নিয়োগ শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

৯৭ জন নারী সদস্য নিয়োগের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রথমবারের মতো পথচলা শুরু হলো নারীদের। অনুষ্ঠানিক পার্সিং আউটের মাধ্যমে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এসব সাহসী নারীদের।

রোববার (৫ জুন) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি’র প্রশিক্ষণ ক্যাম্পে পাসিং আউট অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালেই প্রশিক্ষণ ক্যাম্পে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্জ্জুামান খাঁন কামাল ও বিজিবি’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ।

সাতকানিয়ার এই প্রশিক্ষণ ক্যাম্পে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছেন এসব নারী সদস্যরা। পুরুষ সৈনিকদের মতোই দায়িত্ব পালন করবেন নারী সৈনিকরা। তবে সীমান্তবর্তী যেসব এলাকায় নারীরা চোরাচালানের সঙ্গে জড়িত সেসব জায়গায় তাদের বেশি করে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ