ইইউ পার্লামেন্টে বাংলাদেশ সংকট

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০১৬, ১১:৩৮ এএম

ফের বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সরব হচ্ছে ইউরোপিয় ইউনিয়ন। আগামী মঙ্গলবার ইউরোপিয় পার্লামেন্টে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুর বিষয়ে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে। এসময় একটি প্রস্তাবও করা হবে বলে জানা গেছে। আলোচনার জন্য শিরোনাম নির্ধারণ করা হয়েছে ‘সিচুয়েশন ইন বাংলাদেশ’।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ফেডরিকা মোগারিনি এদিন পার্লামেন্টের আলোচনায় অংশ নেবেন। এসময় তিনি প্রথমবারের মতো বাংলাদেশের রাজনৈতিক সংকট ও বর্তমান অবস্থা নিয়ে তার কথাও তুলে ধরবেন। ইইউর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বাংলাদেশ নিয়ে সরাসরি কথা বলবেন তিনি।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিষয় নিয়ে কাজ করছে ইউরোপিয় ইউনিয়নের রাজনৈতিক শাখা। তারা বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি বিশেষ করে নিরাপত্তা ইস্যুর বিষয়ে পার্লামেন্টকে অবহিত করবে।

ফলে আগামী মঙ্গলবারের অধিবেশনের দিকে বিশেষ নজর থাকবে বাংলাদেশ ইস্যু নিয়ে কাজ কাজ করছে জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বলে জানা গেছে।

সোনালীনিউজ/ঢাকা/এএমইউ