বাংলাদেশের স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন করবে ভারত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১, ২০২১, ০২:৫৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন করবে ভারত।বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী একথা জানিয়েছেন।

সোমবার (১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, এ বছর বাংলাদেশের স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপিত হবে। এ আয়োজন দুই দেশ একসঙ্গে উদযাপন করবে।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ১৯৭১ সাল থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ ভারতের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ সহযোগী। একাত্তর সালে যে সম্পর্ক হয়েছিলো, সেটি এখনও রয়েছে। ভবিষ্যতে এ দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।

তিনি বলেন, জাতীয় প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত কাজে ভূমিকা রাখছে। এখানে শুধু সাংবাদিকই নয় কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতারাও রয়েছেন। আমরা প্রেসক্লাবের মিডিয়া সেন্টারের উন্নয়ন কাজের সহযোগী হতে পেরে আনন্দিত। ভারত ভবিষ্যতে যদি সুযোগ পায়, আরও ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরীসহ ক্লাবের সদস্যরা।

সোনালীনিউজ/আইএ